প্রথমে আপনাকে ডেমো দেওয়া হবে এবং আপনাকে প্রপোজাল দেওয়া হবে সেখানে স্পস্ট খরচ তালিকাসহ কি কি সার্ভিস দেওয়া হবে তা উল্লেখ থাকবে। অতপর আপনি একমত হলে আমাদেরকে একটি ওয়ার্ক অর্ডার দিবেন।
ওয়ার্ক অর্ডারের সময় ৫০% পেমেন্ট করে অর্ডারটি বুকিং দিতে হবে । ডেলিভারি দেওয়ার পর আপনাকে ট্রেনিং দেওয়া হবে এনিডেক্স বা টিমভিউয়ার এর মাধ্যমে । সফটওয়্যার ডেলিভারি ও ট্রেনিং সম্পন্ন হলে বাকি ৫০% টাকা পরিশোধ করতে হবে।
আমাদের রেডিমেড সফটওয়্যার কনফার্ম এর ২-৩ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার পর আপনাকে ট্রেনিং দেওয়া হবে এনিডেক্স বা টিমভিউয়ার এর মাধ্যমে । এবং কাষ্টমাইজ সফটওয়্যার এর জন্য আপনার সাথে আলোচনা করে ডেলিভারি সম্বাভ্য দিন ধার্য করা হবে ।
আমরা ওয়ার্ক অর্ডার দ্বারা পেপারে চুক্তিবদ্ধ হয়ে কাজ করি এবং আমাদের অফিসিয়াল প্যাড এ আপনাকে পেমেন্ট রিসিভ কপি ও “COXIAN IT" থেকে আপনাকে কনফার্ম এস.এম.এস দেওয়া হবে সুতরাং আপনি বা আমরা কেউ প্রতারিত হওয়া ১% সম্ভাবনাও নেই।
আমাদের সকল লেনদেন সিটি ব্যাংক লিমিটেড কর্তৃক হয়ে থাকে। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন।
জ্বী আমাদের বিভিন্ন প্যাকেজ অনুযায়ী সার্ভিস চার্জ ছাড়া এবং সার্ভিস চার্জ সহ প্যাকেজ রয়েছে ।